জম্মু কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলার অবন্তিপোরায় (Awantipora) সেনা (Indian Army) আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষ জারি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেনার এনকাউন্টারে (Encounter) খতম হয়েছে দুই জঙ্গি। আরেকদিকে জম্মু কাশ্মীরের অনন্তনাগেও চলছে সেনার এনকাউন্টার।
অবন্তিপোরার পঞ্জগাম এলাকায় চলা এই অভিযানের জন্য সেনার ১৩০ ব্যাটেলিয়ান সিআরপিএফ, ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস আর স্পেশ্যাল অপারেশন গ্রুপ সংযুক্ত ভাবে কাজ করছে। সার্চ অপারেশনের সময় খতম করা দুই জঙ্গি দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, জঙ্গিরা হিজবুল মুজাহিদ্দিন সংগঠনের সদস্য। মৃত দুই জঙ্গির মধ্যে একজনকে সনাক্ত করা হয়েছে, তাঁর নাম সৌকত আহমেদ বলে জানা গিয়েছে।
এর আগে বৃহস্পতিবার হওয়া তিনটি আলাদা আলাদা এনকাউন্টারে ছয় জঙ্গিকে খতম করেছে সেনা। মৃত জঙ্গিদের মধ্যে একজন জৈশ এ মোহম্মদ এর টপ কম্যান্ডার খালিদ ভাই ছিল বলে জানা যায়। খালিদ পুলওয়ামা জেলার লেথপোরায় সিআরপিএফ এর ক্যাম্পে হওয়া ফিদাইন হামলার মাস্টার মাইন্ড ছিল।