ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী-নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত রাজনন্দগাঁও জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিরস্ত্র হয়েছে ৪ জন নকশাল, নিহত ৪ জন মাওবাদীর মধ্যে দু’জন মহিলা। তবে, অত্যন্ত দুঃসংবাদ হল-মাওবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই)। শহিদ এসআই-এর নাম হল-এস কে শর্মা (SK Sharma)। তিনি মদনওয়াড়া থানায় স্টেশন হাউস অফিসার পদে কর্তব্যরত ছিলেন।
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (দূর্গ রেঞ্জ) বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, শুক্রবার রাতে রাজনন্দগাঁও জেলার মানপুর থানার অন্তর্গত পারধোনি গ্রামের কাছে বিশেষ অভিযানের সময় সুরক্ষা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পেট্রোলিং টিম ওই এলাকা ঘিরে ফেলার সময়, আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে নকশালরা। সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালালে মৃত্যু হয় দু’জন মহিলা-সহ ৪ জন মাওবাদীরা। মাওবাদীদের পাল্টা হামলায়। প্রাণ হারিয়েছেন এসআই এস কে শর্মা।
শনিবার সকালে রাজনন্দগাঁও-এর এএসপি জি এন বাঘেল জানিয়েছেন, রাজনন্দগাঁও জেলার মানপুর থানার অন্তর্গত পারধোনি গ্রামের কাছে এনকাউন্টারে নিকেশ হয়েছে ৪ জন মাওবাদী, প্রাণ হারিয়েছেন একজন সাব-ইন্সপেক্টর (এসআই)। এনকাউন্টারস্থল থেকে ওই ৪ জন মাওবাদীরা দেহ উদ্ধার করার পাশাপাশি একটি একে-৪৭ রাইফেল, একটি এসএলআর আগ্নেয়াস্ত্র এবং .৩১৫ বোরে রাইফেল উদ্ধার করা হয়েছে।