প্লাজমা, পোয়েম আর প্রেয়ার কী একসূত্রে গাঁথেনি জগদীশ, রবি ঠাকুর আর স্বামীজিকে?
নদীকে জিজ্ঞাসা করিতাম, ‘তুমি কোথা হইতে আসিতেছো?’ নদী উত্তর করিত, ‘মহাদেবের জটা হইতে।’ তখন ভগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদিত হইত। (অব্যক্ত: ভাগীরথীর উৎস-সন্ধানে) ‘অব্যক্ত’ যখন পড়ি মনে হয়, জগদীশ চন্দ্র-ই বুঝি ভগীরথ! তিনি গবেষণাগারের জটিল জটা থেকে ‘গঙ্গা’ নামক জ্ঞানসমুদ্রকে মর্ত্যবাসী মানুষের কল্যাণে বইয়ে দিয়েছেন। তিনি তো বলেইছেন, “TheRead More →