বাঙালীর পরিত্রাতা শ্যামাপ্রসাদ
শ্যামাপ্রসাদ শ্যামাজননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি,হয়েছে ধন্য তোমারে স্তন্য পিয়ায়ে বঙ্গভূমি।তুমি আজ নাই, শুনিব না আর সিংহের গর্জন।সিংহবাহিনী অঝোরে অশ্রু করিছেন বর্ষণ।বহিয়াছ তুমি অবলের ভার সবল অংশ’ পরে,সহিয়াছ ক্লেশ বেদনা অশেষ দুর্গতদের তরে।মরণাহতের শ্মশানবন্ধু শরণাগতের ত্রাতা,তোমারে হারায়ে পথভিখারিণী আজি তব দেশমাতা।শিবিরে করনি বিশ্রাম কভু, যত দিন ছিলে বাঁচি,ঘরে ও বাহিরে দুহাতেRead More →