আমফানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে বাংলার

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে বাংলায় ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য়ে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের, হাওড়ায় ৭, উত্তর ২৪ পরগনায় ১৭, পূর্ব মেদিনীপুরে ৬, বারুইপুরে ৬, ডায়মন্ড হারবারে ৮, সুন্দরবনে ৪, চন্দননগরে ২, রানাঘাটে ৬ জনের মৃত্য়ু হয়েছে বলে নবান্নে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আমফানে বাংলায় মৃতদের পরিজনদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। পাশাপাশি মুখ্য়মন্ত্রী বলেছেন,”প্রধানমন্ত্রীকে বলব, রাজ্যে এসে পরিস্থিতি ঘুরে দেখুন”। 

আমফানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে বাংলার একাংশ। কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন প্রান্ত বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা ব্য়াপকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  আমফান পরিস্থিতি নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ফোনে কথা বলে সাহায্য়ের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে বাংলার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিঘা ও হাতিয়ার মধ্য়ে দিয়ে গিয়ে বুধবার সুন্দরবন এলাকা অতিক্রম করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ধেয়েযায় আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিমি। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৩৩ কিমি। ঝড়ের প্রভাবে আজও সকাল থেকে কলকাতা-সহ বাংলার আকাশের মুখভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.