কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের বিরাট সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। দুই সন্ত্রাসবাদীই জৈইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার শ্রীগুফওয়ারার শালগুল জঙ্গলের ঘটনা। নিহত সন্ত্রাসবাদীদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় অনন্তনাগ জেলার শ্রীগুফওয়ারার শালগুল জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেই মতো বুধবার ওই জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ।
প্রথমে জানা যায়, দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যৌথ বাহিনী প্রত্যাঘাতে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। প্রথমে অবশ্য জানা গিয়েছিল, মোট ৪ জন জঙ্গি নিকেশ হয়েছে। পরে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, শ্রীগুফওয়ারার শালগুল জঙ্গলে এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন জৈইশ-ই-মহম্মদ জঙ্গি।
2021-02-24