ভারতীয় বায়ুসেনা (আইএএফ)-র উইং কমান্ডার হিসেবে প্রথম মনোনীত হয়েছেন একজন মহিলা, তিনি অসম-কন্যা বর্ণালী গগৈ। বর্ণালী গগৈ উজান অসমের লখিমপুরের আদি বাসিন্দা।
১৯৯৬ সালের ২৭ মে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে যোগদান করেছিলেন বর্ণালী। এর পর তিনি যথাক্রমে ফ্লাইং অফিসার, ফ্লাইং লেফটান্যান্ট পদে উন্নীত হয়ে এবার উইং কমান্ডার হিসেবে মনোনীত হয়েছেন।
১৯৮৫ সালে যোরহাট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মেধাবী তালিকায় ১৬ তম স্থান দখল করে পাশ করেছিলেন বর্ণালী গগৈ। পরবর্তীতে গুয়াহাটির কটন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেক্টনিক্স ও টেলিকমিউনিকশনে স্নাতক ডিগ্রি নেন। স্নাতক ইঞ্জিনিয়ারিঙে তিনি প্রথম স্থান দখল করেছিলেন। পরে তিনি বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করে ভারতীয় বায়ুসেনায় যোগদান করেন।