এশিয়ার বৃহত্তম সোলার প্ল্যান্টের উন্মোচন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রদেশে এহিয়ার বৃহত্তম সোলার প্ল্যান্টকে উদ্বোধন করবেন তিনি। রবিবার একপ্তহা জানিয়েছেন, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chauhan)।
এছাড়া আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংয়ের সঙ্গে দেখা করেন ও তাঁকেও এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, এই সোলার প্ল্যান্ট ৭৫০ মেগাওয়াট আল্ট্রা মেগা সোলার ক্ষমতা সম্পন্ন। এর আগে ভারতের সবচেয়ে বড় সোলার পার্কটি ছিল কর্ণাটকে। ওই রাজ্যের তুমকুরুর জেলায় রয়েছে এই সোলার পার্ক।
অন্যদিকে, :পূর্ব ভারতের বৃহত্তম অপ্রচলিত শক্তি উৎস কেন্দ্র গড়ে উঠছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। রামনগর ২ ব্লকের ৫৬২ একর জমির ওপর এই সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে। দীঘার খুব কাছেই গড়ে উঠছে এই প্রকল্প।
পূর্ব ভারতে ১২৫ মেগাওয়াটের এমন বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প এই প্রথম। এই প্রকল্পের জন্য জার্মানির তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কেএফডব্লিউ ৬০০কোটি টাকা ঋণ রাজ্যকে।