বাড়ি বানাতে ২.৬৭ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে মোদী সরকার, সুবিধা পেতে পারেন অনেকেই

প্রত্যেকে নিজের বাড়ি কেনার স্বপ্ন দেখে। এবার দেশের দরিদ্র মানুষরাও সরকারের সহায়তায় তাদের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারে। সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা-র ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যারা নিজস্ব বাড়ি কেনে, তাঁদেরকে সরকার হোম লোনে ভর্তুকি দেয়। ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ক্রেডিট লিংকড সাবসিডি স্কিম বেঁধে দেওয়া রয়েছে।

কোনও ব্যক্তি যদি এই প্রকল্পের আওতায় আসতে চায়, তবে তাঁর বার্ষিক আয় ৬ থেকে ১৮ লাখের মধ্যে হতে হবে। যারা প্রথমবার হোম লোন নিচ্ছেন, কেবলমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। হোম লোনে বাড়ির দামের ওপর এই ভর্তুকির পরিমাণ নির্ভর করে। তবে এই ভর্তুকি সর্বোচ্চ ২.৬৭ লাখ টাকা হতে পারে।

যাদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা, তাঁরা ৯ লক্ষ টাকার হোম লোনে ৪ শতাংশ সুদের ভর্তুকি পান। যাদের আয় ১৮ লক্ষ টাকা তাঁরা ৩ শতাংশ হারে ভর্তুকি পান। এই সমস্ত ক্ষেত্রে লোন শোধ করার সীমা ২০ বছর।

ভর্তুর্কির জন্য আবেদন করতে হলে, ধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পৃষ্ঠায় স্টেকহোল্ডারদের বিভাগে ক্লিক করতে হবে। ক্রোলটিতে প্রথম অপশন আইএইএ / বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে।

এরপরেই একটি নতুন পৃষ্ঠা খুলবে। যেখানে রেজিস্টেশন নম্বর দিতে হবে। যদি রেজিস্টেশন নম্বর না থাকে তবে “Advance Search” অপশনে ক্লিক করতে হবে। এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে স্কিমের প্রকার বেছে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা-র সুবিধা নিতে আপনাকে প্রথমে পিএমএওয়াই অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/ এ লগ ইন করতে হবে। এখানে ক্যাটেগরি নির্বাচনের পর প্রথম কলামে আধার নম্বর ও দ্বিতীয় কলামে নাম লিখতে হবে।

এরপরের পেজে সম্পূর্ণ ব্যক্তিগত বিবরণ, যেমন- নাম, ঠিকানা, পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য দিতে হবে। এরপর বক্সে টিক দিয়ে জানাতে হবে আপনি যা তথ্য দিয়েছেন তা সঠিক। এরপরে ক্যাপচাকোড় পূরণ করেই ফর্ম ভরা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.