ছোট্ট এস্থারের গলায় রহমানের ‘মা তুঝে সালাম’, মুগ্ধ হয়ে টুইটে প্রশংসা মোদীর

 চার বছরের এস্থার হেন্মাতে। মিজোরামের এই একরত্তির ফ্যান এখন প্রধানমন্ত্রী নরেদ্র মোদীও। ছোট্ট এস্থারের সুরের জাদুতে মুগ্ধ সকলেই। দরাজ গলায় এ আর রহমানের ‘বন্দে মাতরম’-এর কম্পোজিশন গাইতে দেখা গিয়েছে এই খুদেকে। ৩৫ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তারপর থেকেই নেট দুনিয়ার নতুন সেনসেশন এস্থার।

এত অল্প বয়সেও নিখুঁত উচ্চারণ। সুর-তাল জ্ঞান একদম পারফেক্ট। ভিডিও ক্লিপে হাসি হাসি মুখে ‘মা তুঝে সালাম’ গাইতে দেখা গিয়েছে এস্থারকে। মিষ্টি মেয়ের সুরেলা গানের সঙ্গে ভিডিওতে ধরা পড়েছে মিজোরামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর ছোট্ট এস্থারের গানে মজেছেন নেটিজেনরা। মুগ্ধ হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। খুদের প্রশংসা করে টুইটও করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “প্রশংসনীয়। এস্থারের গান শুনে গর্বিত।”

Adorable and admirable! Proud of Esther Hnamte for this rendition. https://t.co/wQjiK3NOY0

— Narendra Modi (@narendramodi) October 31, 2020

মিজোরামের লুংলেই এলাকার বাসিন্দা এস্থার। তাঁর গুণের কদর অবশ্য অনেকদিন থেকেই হচ্ছে সঙ্গীত মহলে। একরত্তির নিজের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে ৭৩ হাজার সাবস্ক্রাইবার রয়েছে রয়েছে। হাজার হাজার ফ্যান-ফলোয়ার, অনুরাগী এস্থারের গানের গুণমুগ্ধ শ্রোতা। মিষ্টি মেয়ের সুরেলা গলায় অনেকদিন ধরেই মজেছেন তাঁরা।

গত ২৫ অক্টোবর এস্থারের ইউটিউব চ্যানেলেই প্রথমবার এই গানের ভিডিও প্রকাশ করা হয়েছিল। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এই ভিডিও। এস্থারের গান শুনেছে সারা বিশ্ব। সকলেই এই খুদের দরাজ গলা, গায়কির সাবলীল ভঙ্গির প্রশংসা করেছেন। এ মেয়ে যে অনেক লম্বা দৌড়ের ঘোড়া সে কথাও বলেছেন নেটিজেনদের একাংশ। কেউবা বলেছেন ভবিষ্যতে মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম মুখ হয়ে ওঠার মতো প্রতিভা রয়েছে এই একরত্তির মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.