BREAKING: ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকেরা, গাড়ি উলটে মৃত ৩ মহিলা

ফের এক মর্মান্তিক ঘটনা। কিছুতেই রোখা যাচ্ছে না, পরিযায়ী শ্রমিকদের
(Migrant workers)
মৃত্যুমিছিল। এবার মৃত্যু হল ৩ পরিযায়ী মহিলা শ্রমিকের। আহত কমপক্ষে ১২ জন।

উত্তর প্রদেশে ঝাসি-মিরাজপুর হাইওয়েতে শেষ রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ১৭ জন শ্রমিকের একটি দল দিল্লি থেকে পূর্ব উত্তরপ্রদেশে ফেরার জন্য রওনা দেয়। মাঝ রাস্তায় তাঁরা একটি ট্রাক থামায় ও কথাবার্তার পর, ট্রাকের চালক তাঁদের নিয়ে যেতে রাজি হয়।

কিন্তু বাড়ি ফেরা হল না তাঁদের। ট্রাক উলটে মৃত্যু হল ৩ পরিযায়ী মহিলা শ্রমিকের। আহত কমপক্ষে ১২ জন।

এর আগে রবিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যান স্বামী-স্ত্রী সহ ৪ পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের বরওয়ানিতে। এই চার ব্যক্তি মহারাষ্ট্র থেকে ইন্দোরে ফিরে আসছিলেন।

এর আগে শনিবার মধ্যপ্রদেশেই সাগর জেলায় শ্রমিকদের ট্রাক উলটে মৃত্যু হয় ৫ পরিযায়ী শ্রমিকের। এএসপি পারভিন ভুরিয়া জানিয়েছেন, ওই শ্রমিকেরা একটি ট্রাকে করে মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশে যাচ্ছিল। ট্রাক্টি উলটে যেতেই মৃত্যু হয় শ্রমিকদের।

ওইদিনই রাত সাড়ে ৩ টে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায়। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ২৪ পরিযায়ী শ্রমিকের। ২৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন আরও ১৫-২০ জন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

মর্মান্তিক ওই দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশে শ্রমিকদের ফেরা ঘিরে মৃত্যু যেন লেগেই আছে। প্রথম বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া যায় গত সপ্তাহে মহারাষ্ট্রে। পরিযায়ী শ্রমিকদের দেহের ওপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেনের খালি রেক। ঘটনায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। রেলট্রাক ধরে হাটছিলেন ওই শ্রমিকেরা। দিনভর হাঁটার পর তারা ক্লান্ত হয়ে রেললাইনের ওপরেই বিশ্রাম নিচ্ছিল। ভোর ৫ টা ১৫ নাগাদ চলে আসে মালগাড়ি, ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.