উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) ৮ জন পুলিশ কর্মী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কুখ্যাত অপরাধী হিস্ট্রি শিটার বিকাশ দুবে-র উপর পুরস্কারমূল্য ফের বাড়িয়ে দিল উত্তর প্রদেশ পুলিশ। কুখ্যাত অপরাধী বিকাশ দুবে সম্পর্কে তথ্যপ্রদানকারীর পুরস্কারমূল্য ৫ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার পুরস্কারমূল্য বাড়ানো হয়েছিল ২.৫ লক্ষ টাকা। বুধবার উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিস্ট্রি শিটার বিকাশ দুবে সম্পর্কে কেউ যদি তথ্য প্রদান করেন, তাঁকে ৫ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।
গত বৃহস্পতিবার রাত থেকে বুধবার দুপুর, প্রায় এক সপ্তাহ হতে চলল কানপুরের বিকারু গ্রামে পুলিশের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই একেবারে বেপাত্তা বিকাশ ও তার দলবল। ওই ঘটনায় এক ডেপুটি পুলিশ সুপার, তিন সাব-ইনস্পেক্টর, চার কনস্টেবল-সহ আট পুলিশকর্মীকে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে। বিকাশকে পাকড়াও করতে নামানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। বুধবারই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে বিকাশের সঙ্গী অমর দুবে। গ্রেফতার করা হয়েছে বিকাশ দুবের আরও এক সঙ্গী শ্যামু বাজপেয়ীকে।