কোভিডের বাড়বাড়ন্তের জন্য গোয়ায় করোনা-কারফিউর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রমোদ সাওয়ান্ত সরকার। আগামী ৩১ মে অবধি গোয়ায় লাগু থাকবে করোনা-কারফিউ। শুধুমাত্র জরুরি পরিষেবাতেই মিলবে ছাড়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর শুক্রবার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, “আমরা ৩১ মে অবধি রাজ্যজুড়ে কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগের মতোই বিধিনিষেধ লাগু থাকবে।”
এর আগে ৯ মে থেকে ১৫ দিনের জন্য কারফিউ লাগু করা হয়েছিল গোয়ায়। নিষিদ্ধ ছিল রাজনৈতিক ও সামাজিক জমায়েত, খেলা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি। এবার ৩১ মে অবধি এমনই বিধিনিষেধ লাগু থাকবে। গোয়ার করোনা-পরিস্থিতি নিয়ে শুক্রবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, “গোয়ায় এই মুহূর্তে ২২ হাজার সক্রিয় রোগী। প্রতিদিন ১,২০০ জন আক্রান্ত হচ্ছেন। গোয়ায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।” এই পরিস্থিতিতে গোয়ায় চারটি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণও সামনে এসেছে।
2021-05-21