মুম্বই: মারা গেলেন প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোন্স৷ হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগেই পরলোকে গমন করে কিংবদন্তি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ধারাভাষ্যকর৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর৷
আইপিএলে টেলিভিশনের ধারাভাষ্যকর হিসেবে কাজ করতে মুম্বইয়ে ছিলেন প্রাক্তন এই অজি ব্যাটসম্যান৷ জোন্স স্টার স্পোর্টস কমেন্টারি টিমের অংশ ছিলেন৷ মুম্বইয়ের একটি সাত তাঁরা হোটেলে বায়ো-সুরক্ষিত বুদবুদে ছিলেন৷ বৃহস্পতিবার সকালে তাঁর সহকর্মী ব্রেট লি ও নিখিল চোপড়ার সঙ্গে ব্রেকফাস্টও করেন৷ হোটেলের লবিতে ক্রিকেট নিয়ে আলোচনা করার সময় তাঁর হার্ট অ্যাটাক হয়৷তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়েছিল৷ তবে তা ব্যর্থ হয়৷
স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএলের সম্প্রচারের হোস্ট স্টার ইন্ডিয়া জানিয়েছ, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা মিঃ ডিন মেরভিন জোনস এএম মারা যাওয়ার সংবাদটি শেয়ার করি৷ হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়৷ আমরা তাঁর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং এই কঠিন সময়ে তাদের সমর্থন করার জন্য প্রস্তুত আছি৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অস্ট্রেলিয়ান হাই-কমিশনের সঙ্গে যোগাযোগ করছি৷’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি একজন চ্যাম্পিয়ন ভাষ্যকার ছিলেন৷ যার উপস্থিতি এবং গেমটির উপস্থাপনা লক্ষ লক্ষ ভক্তদের কাছে সর্বদা আনন্দ এনে দেয়৷ স্টার এবং তাঁর লক্ষ লক্ষ ভক্ত বিশ্বজুড়ে রয়েছে৷ তাঁকে আমরা সবাই খুব মিস করব৷’
জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলেছেন৷ ১১টি সেঞ্চুরির সাহায্যে ৩৬৩১ রান করেছেন৷ গড় ৪৬.৫৫৷ ১৯৮৬ সালের ভারতের বিরুদ্ধে টাই টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই অজি ব্যাটসম্যান৷ এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ১৬৪টি ওয়ান ডে খেলেছেন৷৪৪টি সেঞ্চুরি-সহ ৬০৬৮ রান করেছেন৷ গড় ৪৪.৬১৷ ইডেনে ১৯৮৭ বিশ্বকাপজয়ী অ্যালান বর্ডারের দলের অন্যতম সদস্য ছিলেন জোন্স৷
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল ১৯৮৪ সালে৷আর ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন৷ তারপর থেকে তিনি ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকর হিসেবে পরিচিত ছিলেন৷
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লেখেন, ‘ডিন জোনসের মৃত্যুর খবর শুনে হতবাক৷ তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি শক্তি ও সাহসের জন্য প্রার্থনা করি৷’
টুইটারে শোক প্রকাশ করেন টিম ইন্ডিয়ার কোচ তথা এক সময় তাঁর ধারাভাষ্যকর হিসেবে সহকর্মী রবি শাস্ত্রী৷ তিনি লেখেন, ‘এক সহকর্মী এবং প্রিয় বন্ধু ডিন জোন্সকে হারিয়ে সত্যিই হতবাক৷ এতো অল্প বয়সে চলে গেল৷ পরিবারের প্রতি সমবেদনা এবং ওর আত্মার শান্তি কামনা করি৷’