ভারত বনধ: শুক্রবার বন্ধ হতে পারে রেল থেকে রাস্তা

কৃষি বিলের প্রতিবাদে ভারত বনধের ডাক। বেশ কয়েকটি কৃষক সংগঠনের তরফে এই ডাক দেওয়া হয়। সেই মতো আজ শুক্রবার ভারত বনধ।

দেশ জুড়ে একাধিক কৃষক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। বিশেষত পঞ্জাবে সম্পূর্ণ শাটডাউন হতে পারে বলে মনে করা হচ্ছে।

কৃষি বিল ২০২০ এর প্রতিবাদে নেমে দেশের একাধিক কৃষক সংগঠন ভারত বনধের ডাক দিয়েছে। এদিকে, প্রবল প্রতিবাদের রাস্তায় নামছে কংগ্রেসও।

অল ইন্ডিয়া ফারমার্স ইউনিয়ন, অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো অর্ডিনেশন কমিটি, অল ইন্ডিয়া কিষাণ মহাসংঘ একযোগে বনধের ডাক দিয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার এই বনধের ডাক দেওয়া হয়।

লকডাউনে এমনিতেই কম গাড়ি চলছে রাস্তায়। তার মধ্যে বনধের ডাক কতটা জনজীবনকে প্রভাবিত করতে পারবে, তা নিয়ে সন্দেহ ছিল। এদিকে, জানা যাচ্ছে, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুর চাষিরা বনধের সমর্থনে এগিয়ে যেতেই তাঁদের সমর্থন জানিয়েছেন ওলা চালক থেকে ট্রাক ড্রাইভারদের সংগঠন।

কৃষি বিলের প্রতিবাদে ২ মাস ধরে ব্যাপক প্রতিবাদের রাস্তায় নামতে চলেছে কংগ্রেস। আজ থেকেই সেই অভিযান শুরু হচ্ছে। দেশের ২ কোটি চাষির স্বাক্ষরিত প্রতিবাদ পত্র ইতিমধ্যেই কংগ্রেসের হাইকমান্ডের হাতে পৌঁছেছে। এরপরই তারা প্রতিবাদের ময়দানে নামবে বলে খবর।

উল্লেখ্য, কৃষি বিলের প্রতিবাদে নেমে রবিবার সংসদে ব্যাপক তোলপাড় করতে দেখা গিয়েছে ৮ জন সাংসদকে। প্রতিবাদী এই ৮ সাংসদের ব্যবহারের জেরে তাঁদের সাসপেন্ড করা হয়। তবে সংসদের বাইরেও ক্রমাগত এই বিল নিয়ে প্রতিবাদের পারদ চড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.