পালানোর চেষ্টা ব্যর্থ, পুলিশের গুলিতে মৃত্যু গ্যাংস্টার বিকাশ দুবের

উত্তর প্রদেশ (Uttar Pradesh) পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর গুলিতে মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টার, কানপুরের বিকারু গ্রামে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ দুবের। কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে উত্তর প্রদেশের কানপুরে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু শুক্রবার সকালে এসটিএফ-এর কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সূত্রের খবর, গাড়ি উল্টে যাওয়ার পরই পালিয়ে যাওয়ার চেষ্টা করে হিস্ট্রি-শিটার বিকাশ দুবে। বাধ্য হয়েই গুলি চালায় পুলিশ। বিকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অভিযুক্ত বিকাশের মৃত্যু হয়েছে

বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে যায় ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ দুবে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে গাড়িতে করে উজ্জয়িনী থেকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল বিকাশ দুবেকে। শুক্রবার সকালে উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর কনভয়ের একটি গাড়ি উল্টে যাওয়া মাত্রই পালানোর চেষ্টা করে বিকাশ। তখনই গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় বিকাশ দুবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.