আধার কার্ড আপডেট করতে গেলে বেশি পরিশ্রম করতে হবে না। এবার ব্যাংকের পাসবই দিয়েই আধার কার্ড আপডেট করা যাবে। বাড়িতে বসে অনলাইনেই সেই কাজ করা সম্ভব। তবে কিছু নথি এরজন্য রাখতে হবে সঙ্গে। ইউএডিআইএ জারি করেছে বিশেষ নিয়মাবলী।
ইউএডিআইএ জানাচ্ছে আধার কার্ডে বদল আনার জন্য সঠিত তথ্য সম্বলিত নথি জমা দেওয়া প্রয়োজন। ইউএডিআইএ মোট ৪৪টি নথিকে বৈধ হিসেবে গণ্য করে। ঠিকানার প্রমাণ পত্র হিসেবে তাই ব্যাংকের পাসবইকেও গ্রাহ্য করা হবে। কারণ ব্যাংকের পাসবইকে গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে ধরা হয়। তাই এটিকে মান্যতা দেওয়া হয়েছে।
যদি কোনও ব্যক্তি ব্যাংকের পাসবইকে নিজের ঠিকানার প্রমাণপত্র হিসেবে পেশ করে, তবে তা গ্রাহ্য হবে বলে জানিয়েছে ইউএডিআইএ । তবে সেক্ষেত্রে পাসবইয়ে থাকা ছবিতে ব্যাংক কর্তৃপক্ষের সই ও স্ট্যাম্প মারা থাকতে হবে। কোনও ব্যক্তি যদি পাসবইয়ে নিজের বাড়ির ঠিকানা বদল করতে চান, তবে ব্যাংকের পাসবই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি ট্যুইট করে ইউএডিআইএ জানিয়েছে পাসপোর্ট, বাড়ি ভাড়ার দলিল, পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট, টেলিফোন বিল, বিদ্যুতের বিল, জলের বিল, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিগুলিকে প্রমাণ পত্র হিসেবে গ্রাহ্য করা হবে। ইউএডিআইএ –র ওয়েবসাইটে ৪৪টি নথির নাম উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ পত্র ও পরিচয় পত্র হিসেবে গ্রাহ্য করা হবে।
বাড়ির ঠিকানা পরিবর্তন করার নিয়মাবলী
১. প্রথমে uidai.gov.in ক্লিক করুন
২. সিলেক্ট করুন “update your address online” অপশনে
৩. যাঁদের নিজস্ব মোবাইল নম্বর রয়েছে, এবং তা ইউএডিআইএ-র সঙ্গে যুক্ত, তারাই এই কাজ করতে পারেন।
৪. নিজের মোবাইল নম্বর দিন, যার সঙ্গে সংযুক্ত রয়েছে ইউএডিআইএ।
৫. এরপর একটি ওটিপি পাবেন। সেটিকে নির্দিষ্ট স্থানে রাখুন।
৬. এরপর সিলেক্ট করে ‘address update’ ক্লিক করুন।