শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। ৬.২ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, ভেঙে পড়েছে একটি হাসপাতাল ও হোটেল। জোরালো ভূমিকম্প ও বেশ কয়েকবারের আফটার শকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৫ জনের, এছাড়াও প্রায় ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাত ২.১৮ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাজেনে শহর থেকে ৬ কিলোমিটার (৩.৭৩ মাইল) উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মামুজু শহর থেকে ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণে, ভূপৃষ্ঠের ১৮.৪ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের তীব্রতার ভেঙে পড়ে বহু ঘর-বাড়ি, দু’টি হোটেল ও হাসপাতাল। পশ্চিম সুলাওয়েসির দুর্যোগ ব্যাবস্থাপনা এজেন্সির প্রধান ডি মজিদ বলেছেন, মাজেনে শহর এবং পার্শ্ববর্তী মামুজু শহরে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে ও ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে ভূমিধসের ঘটনা ঘটে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, পশ্চিম সুলাওয়েসি প্রদেশের মামুজু শহরে ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়ে একটি হাসপাতাল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান রোগী, চিকিৎসক ও নার্সরা। মামুজু শহরে ভূমিকম্পের পরই রাস্তায় ফাটল ধরে যায়। শক্তিশালী ভূমিকম্পের পরই আতঙ্কে নিরাপদ স্থানে গিয়ে দাঁড়ান মানুষজন। ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। প্রায় ২৬ বার আফটার শক অনুভূত হয়।
2021-01-15