প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাবাহিনী সরাতে আজ ফের বৈঠকে বসছে ভারত ও চিন দু’পক্ষই। পূর্ব লাদাখে উত্তেজনা কমাতে দু’দেশই আবার তৎপরতা শুরু করেছে।
এটি ভারত-চিন সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয় কমিটির ১৭তম বৈঠক। জুলাইতে দু’পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরানোর কথা জানিয়েছিল। কিন্তু চিন কথা দিয়েও কথা রাখেনি। এরপরই আগস্টের শুরু থেকে লাদাখ সীমান্তে সেনা বাড়িয়েছে ভারতও। সীমান্ত বরাবর দু’পক্ষই মজুত পড়েছে বিশাল অস্ত্রশস্ত্র। ফলে নতুন করে ফের উত্তেজনা শুরু হয়। উত্তেজনা কমানোর জন্য নয়াদিল্লির পক্ষ থেকে সেনাবাহিনী লেবেলে ফের আলোচনার কথা জানানো হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য দু’পক্ষই সম্পূর্ণ সেনা সরিয়ে নেই এমনই চাইছে নয়াদিল্লি।S
জানা যাচ্ছে, কোভিড-১৯ পরিস্থিতির জন্য ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে দু’পক্ষের জয়েন্ট সেক্রেটারি লেবেলের অফিসারদের মধ্যে বৈঠক হবে। সূত্রের খবর, ওই বৈঠকে ভারতের পক্ষ থেকে থাকবেন বিদেশমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, সেনাবাহিনী এবং ইন্দো-তিবেতিয়ান সীমান্ত পুলিশের অফিসাররা।
প্রসঙ্গত, কূটনৈতিক ও মিলিটারি লেবেলের একাধিকবার বৈঠকের পরও চীন ফিঙ্গার পয়েন্ট, ডেসপাং ও গোগড়া অঞ্চল থেকে সেনা সরাইনি। উল্টে তিন মাসের বেশি সময় ধরে ফিঙ্গার এলাকায় সেনা বাড়িয়েছে চিন।