এবার ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে রাজ্যকে সতর্ক বার্তা পাঠাল কেন্দ্র। চিঠিতে দুর্যোগের আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেবলই সতর্ক বার্তা পাঠানো হয়নি। এইসঙ্গে ঝড়ের ফলে ক্ষয়ক্ষতি সামলানোর জন্য সহায়ক আর্থিক অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য ১০৮৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে এই অনুদান দেওয়া হবে। এইসঙ্গে রাজ্য প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজেও কেন্দ্রের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, উদ্ধারকাজ ও খাদ্যসামগ্রীর যোগানের জন্য বিশাখাপত্তনামের কাছে ইতিমধ্যে তৈরি রাখা হয়েছে দুটি জাহাজকে।
প্রসঙ্গত, আগামী ৫ মে রাজ্যে আছড়ে পড়ার কথা সাইক্লোন ‘ফণী’র। যার জেরে হতে পারে প্রবল ঘূর্ণিঝড় এবং অতি ভাড়ি বৃষ্টি। কৃষকদের বলা হয়েছে, বোরো ধান যদি ৮০% পেকে যায় তাহলে তা দ্রুত কেটে ফেলতে। এইসঙ্গে মৎসজীবীদের আজ থেকেই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন তাঁদের ১ তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।