ব্যরাকপুর নিয়ে বাড়তি চিন্তা কমিশনের। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে এ বছর রাজ্যের অন্যতম স্পর্শকাতর এলাকা বলে মনে করছে নির্বাচন কমিশন। সেই কারণেই আজ বিকেলে জরুরি বৈঠকে বসেছে কমিশনের মুখপাত্র ও প্রশাসনের কর্তারা।
প্রসঙ্গত, ব্যারাকপুরে মুখোমুখি লড়াই হবে তৃণমূলের দীনেশ ত্রিবেদীর সঙ্গে বিজেপির অর্জুন সিংহের। উল্লেখ্য, এলাকার দাপুটে নেতা অর্জুন কিছুদিন আগেই পুরনো দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তারপর থেকে এই কেন্দ্রটি ঘিরে শাসক-বিরোধী চাপানউতোর লেগেই আছে। তৃণমূলের দাবি, তাদের দাপটই বজায় থাকবে ব্যারাকপুরে। অন্যদিকে অর্জুন সিংহ হুঙ্কার ছেড়েছেন, জামানত বাজেয়াপ্ত হবে বহিরাগত দিনেশ ত্রিবেদীর। এদিকে ভাটপাড়ার প্রাক্তন পৌরপ্রধান বিজেপিতে যোগ দেওয়ার পর সেখানে একাধিক খুচরো অশান্তি ঘটে গিয়েছে এলাকায়। সব মিলিয়ে কমিশন এবং প্রশাসন বাড়তি সতর্ক ব্যারাকপুর লোকসভাটিকে নিয়ে। আগামী ৬ মে এই কেন্দ্রে ভোট।