জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে ৮৬৫৩ টি শূন্যপদে নিয়োগ করবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। ক্লার্ক পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩ মে,২০১৯-এ।

উক্ত পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এর মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হবে। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে মোট আসনের চার শতাংশ আসনে সরাসরি নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে।

মোট শূন্যপদ- ৮৬৫৩। শারীরিক প্রতিবন্ধীদের মোট আসনের চার শতাংশ আসনে সরাসরি নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (জুনিয়র অ্যাসোসিয়েট):-

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যেই এসবিআইতে ক্ল্যারিকাল অথবা অন্য কোনও পদে কাজ করছেন তারা আবেদন করতে পারবেন না।

বয়স সীমা :-

প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কতটা ছাড় পাওয়া যাবে, সেই সংক্রান্ত তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইটে।

নির্বাচন পদ্ধতি:-

প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে-
ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০নম্বর),
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫ নম্বর)
রিজনিং এবিলিটি (৩৫ নম্বর)।
সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় থাকবে ১ ঘন্টা।

এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরা মেইনস পরীক্ষা দিতে পারবেন, সেখানে থাকবে-

জেনারেল/ফিনান্স অ্যাওয়ারনেস- ৫০ নম্বর
জেনারেল ইংলিশ- ৪০ নম্বরকোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড- ৫০ নম্বর
রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউট অ্যাপ্টিটিউড- ৬০ নম্বর
প্রতিটি প্রশ্নে নেগেটিভ মার্কিং আছে।

বেতনক্রম:-

ক্লার্ক পদে নির্বাচিত প্রার্থীরা অন্যান্য ভাতা মিলিয়ে ২৫,০০০ টাকা মাসিক বেতন পাবেন।

কীভাবে আবেদন করবেন?

১. এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in এ যেতে হবে প্রথমে।
২. এরপর হোমপেজের উপরের দিকের ডানদিকে “careers” অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তীতে একটি নতুন পেজ খুলবে।
৪. সেই পেজটিতে ‘important notice’এর মধ্যে থাকা “recruitment of clerk” অপশনটি সিলেক্ট করুন।
৫. যে পদের জন্য আবেদন করতে চান সেখানে গিয়ে ‘apply online’এ ক্লিক করুন।
৬. ‘new registration’ অপশনটিতে ক্লিক করুন।
৭. বিস্তারিত তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করুন
৮. রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই আইডি দিয়ে লগ ইন করুন।
৯. পুনরায় একটি ফর্ম পূরণ করে, নিজের ছবি আপলোড করুন।
১০. সবশেষে পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিশিয়াল ওয়েবসাইট- sbi.co.ইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.