পূর্ব লাদাখের যে অঞ্চলে চিনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় ভূখণ্ড দিকে এগিয়ে আসছে, সেই অঞ্চলে স্থায়ীভাবে ঘাঁটি গাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র সেনাবাহিনী। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বাধীন শীর্ষ সামরিক বাহিনীর সংসদীয় প্যানেল আজ এ কথা জানিয়েছে।
এ ছাড়া ওই অঞ্চলে আরও সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে বলে প্যানেলের শীর্ষ কর্তারা জানিয়েছেন। সোমবার প্যানেলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, সেনাবাহিনীকে রুখতে যা যা করণীয়, তা করবে ভারতীয় সেনা। সব দিকের কথা মাথায় রেখে এই মুহূর্তে সাঁজোয়া রেজিস্ট্যান্ট ও প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, বিপিন রাওয়াতের নেতৃত্বাধীন একটি সশস্ত্র বাহিনীর প্যানেলকে জানিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তারা প্রস্তুত। এমনকি ভবিষ্যতের কথা ভেবে শীতের সময় পাকাপাকিভাবে উপত্যকায় ঘাঁটি গাড়ার ব্যবস্থাও তাঁরা করছে।
ভারত ও চিনের সীমান্ত এ বছর এপ্রিল-মে মাস থেকে উত্তপ্ত হয়। জুনে দু’দেশের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তারপর দু’দেশের মধ্যে একাধিক সেনা পর্যায়ের বৈঠক হয়। কিন্তু তাতেও সমাধান সূত্র বের হয়নি। উল্টে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর ফলেই সব রকম প্রস্তুতি গ্রহণ করছে ভারতীয় সেনা।