দ্য গ্রেট খালির বিরুদ্ধে মাননীয়ার তৃণমূল অভিযোগ করেছে উনি নাকি বিদেশি মার্কিন নাগরিক।
পশ্চিম বঙ্গের পূর্বতন মুখ্য-মন্ত্রী জ্যোতি বসুর মত উনিও মার্কিন জুজু দেখাতে শুরু করেছেন।
আর আজ বিজেপির পক্ষে মুকুল রায় যখন সাংবাদিক বৈঠক করে হরিয়ানা নিবাসী গ্রেট খালির ভোটার কার্ড ও ওআইসি কার্ড (ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া) দেখালেন, তখন কিন্তু এই প্রেসমিটকে ব্ল্যাক আউট করল বাজারি মিডিয়া।
কিন্তু সমস্যা সেটা নয়, বাজারি মিডিয়া বহুকালই ভারতবর্ষের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত পরিবারের ন্যাওটা।
সমস্যা হল এই মহাজোট তথা মহাঘোঁটের নেতারা, যারা জনসমক্ষে অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের পক্ষে সওয়াল করছিলেন, আর এখন আমার আপনার পরিবারের প্রকৃত ভারতীয় নাগরিক যারা কর্মসূত্রে পশ্চিমী দেশগুলিতে আছেন তাদের নাগরিকত্বকে অস্বীকার করছেন।
ভোট আসবে যাবে কিন্তু এই প্রবণতা ভয়ঙ্কর; নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন; নচেৎ পশ্চিম বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব লাভের স্বপ্নে বিভোর হয়ে যান।
শিবাশীষ
(মতামত লেখকের ব্যক্তিগত)