নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে সার্ভিস ভোটার তালিকার অন্তর্গত ভোটাররা কীভাবে ভোট দেবেন তা বিস্তারিতভাবে দেখান হয়েছে।
এই প্রসঙ্গে বলতে গেলে আগেই জানানো উচিত সার্ভিস ভোটার কারা হতে পারেন, এই তালিকায় আসতে পারেন যেকোনো সশস্ত্র সেনা বাহিনী, সশস্ত্র পুলিশ যারা কাজের জন্য নিজের রাজ্যের বাইরে আছেন, আর্মি অ্যাক্ট ১৯৫০ এর অন্তর্গত সামরিক বাহিনী, দেশের বাইরে কর্মরত ভারতীয় সরকারি চাকুরীজীবীরাও। এছাড়াও এই সার্ভিস ভোটারদের স্ত্রীরাও এই সুযোগ পেতে পারেন, যদি তারাও সার্ভিস ভোটারের সঙ্গে থেকে থাকেন।
এই ভোটাররা ইটিপিবি-এর মাধ্যমে ভোট দিতে পারবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন :bit.ly/2VAGG1m