তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ির প্রচার সভা থেকে গত বৃহস্পতিবার রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে মদন মিত্রের নাম জানিয়েছিলেন।
গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাংকে দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে এবার তৃণমূল সমর্থন করছে।
উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনা তৈরি হয় । বিশেষ করে ভাটপাড়া বিধানসভা নির্বাচনে কে হতে চলেছে বিজেপি প্রার্থী তার দিকে সবার নজর ছিল। এরই মাঝে অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে প্রার্থী করে বিজেপি একরকম চমক দিল সাবাইকে। অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়া ধরে রাখতে পারে না তৃণমূল কেড়ে নেয় সেই দিক থেকে অর্জুনের কাছে যেমন প্রেস্টিজ ফাইট তেমনি প্রবীন নেতা ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের কাছেও রাজনীতিতে টিকে থাকার লড়াই । বিজেপি যাকেই প্রার্থী ঘোষণা করুক জেতানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন দলের বারাকপুর লোকসভা আসনের এই বিজেপি প্রার্থী। দল তাঁর উপর ভরসা রেখেই তাঁর ছেলেকে প্রার্থী করেছে। ফলে ভাটপাড়া বিধানসভা উপনির্বাচন লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই রাজনৈতিকমহলের দৃষ্টি আকর্ষণ করেছে।
অর্জুন সিং এর পাশাপাশি ভাটপাড়ার অঞ্চলগুলিতে মুকুল রায়ের ও যথেষ্ট প্রভাব রয়েছে। এই উপনির্বাচন তাঁর কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে মদন মিত্রও যথেষ্ট সাংগঠনিক দক্ষতা যুক্ত রাজনীতিতে দীর্ঘদিনের নেতা। ফলে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন যে রাজনৈতিক বিশ্লেষক দের কাছে বেস সরগরম হয়েছে তাতে সন্ধেহ নেই।