২৪ ঘন্টায় মৃত্যু ৭৭৯ জনের, ভারতে ১৬ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ

আশঙ্কাই ধীরে ধীরে সত্যি হচ্ছে, উদ্বেগ বাড়ছে সমগ্র ভারতবাসীর। বাড়তে বাড়তে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গেল। আক্রান্তের পাশাপাশি দ্রুত বাড়ছে মৃত্যুর সংখ্যা, ভারতে ইতিমধ্যেই ৩৫,৭৪৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯(covid-19)। ভারতে(India) বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫,০৭৯ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫,৭৪৭ জন এবং সংক্রমিত ১৬,৩৮,৯৭১ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১০,৫৭,৮০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৫,৭৪৭ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,২৮১ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৯৪ জন, বিহারে ২৮২ জনের, চন্ডীগড়ে ১৪ জন, ছত্তিশগড়ে ৫১ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৯৩৬ জনের, গোয়া ৪২ জন, গুজরাটে ২৪১৮ জনের, হরিয়ানায় ৪১৭ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৩৬৫ জনের, ঝাড়খণ্ডে ১০৩ জনের, কর্ণাটকে ২,২৩০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৭০ জন, লাদাখে ৭ জন, মধ্যপ্রদেশে ৮৫৭ জন, মহারাষ্ট্রে ১৪,৭২৯ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৪ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ১৬৯ জনের, পুদুচেরিতে ৪৮ জন, পঞ্জাবে ৩৭০ জন, রাজস্থানে ৬৬৩ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৩,৮৩৮ জন, তেলেঙ্গানায় ৫০৫ জন, ত্রিপুরায় ২১ জন, উত্তরাখণ্ডে ৭৬ জন, উত্তর প্রদেশে ১,৫৮৭ জন এবং পশ্চিমবঙ্গে ১,৫৩৬ জন প্রাণ হারিয়েছেন।করোনা-সংক্রমণকে টেক্কা দিতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৩০ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৮৮,৩২,৯৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৩০ জুলাই ৬,৪২,৫৮৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.