চলে গেলেন সোমেন মিত্র(Somen Mitra)। অসুস্থ অবস্থায় গত কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার সেখানে ফোন করে সোমেনবাবুর স্বাস্থ্যের খোঁজও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমেনবাবুর পরিবার সূত্রে জানানো হয়, আর তাঁর ডায়ালিসিসের কথা ভাবা হচ্ছে না। ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা নজরে রাখা হচ্ছে। পরিস্থিতি ঠিক থাকলে দু-এক দিনের মধ্যে সোমেনবাবুর পুরনো পেসমেকার বদলানোর কথা বলা হয়েছিল।
ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় তাঁকে। গত বুধবার তাঁর ডায়ালিসিস করা হয়। শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়া হয়। প্রায় দেড় লিটারের মত জল বেরিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ডায়ালিসিস হওয়ায় শরীরে দুর্বলতা ছিল।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়, সোমেনবাবুর কৃত্রিম হৃদযন্ত্র বসানোর কথা রয়েছে। পুত্র রোহন মিত্র সংবাদমাধ্যমের কাছে সোমেন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে অহেতুক বিভ্রান্তিকর খবর পরিবেশন না করার আবেদনও জানিয়েছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন সোমেন মিত্র। সাধারণত দিল্লি এইমসে চিকিৎসা করানো হয় তাঁর।
গত সপ্তাহে রাতে সামান্য জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেলভিউ-তে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট বাড়ায় তাঁকে আইসিইউ –তে স্থানান্তরিত করা হয়। তাঁর কোভিড টেস্টও হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসে।