ভারতে ১৫ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ঊর্ধ্বমুখীই

ভারতে বেড়েই চলেছে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। মৃত্যু-মিছিলও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বাড়তে বাড়তে বুধবার ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গেল। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৫.৩১ লক্ষ। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। ভারতে শেষ ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪,১৯৩ জন এবং সংক্রমিত ১৫.৩১ লক্ষ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৯,৮৮,০৩০ জন। ভারতে সুস্থতার হারও বাড়ছে। এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগী ৫,০৯,৪৪৭ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৪,১৯৩ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একজনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,১৪৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৮৮ জন, বিহারে ২৬৯ জনের, চন্ডীগড়ে ১৪ জন, ছত্তিশগড়ে ৪৬ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৮৮১ জনের, গোয়া ৩৬ জন, গুজরাটে ২,৩৭৩ জনের, হরিয়ানায় ৪০৬ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৩৩৩ জনের, ঝাড়খণ্ডে ৮৯ জনের, কর্ণাটকে ২,০৫৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৭ জন, লাদাখে ৬ জন, মধ্যপ্রদেশে ৮৩০ জন, মহারাষ্ট্রে ১৪,১৬৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ১৫৪ জনের, পুদুচেরিতে ৪৭ জন, পঞ্জাবে ৩৩৬ জন, রাজস্থানে ৬৪৪ জনের, তামিলনাড়ুতে ৩,৬৫৯ জন, তেলেঙ্গানায় ৪৮০ জন, ত্রিপুরায় ২১ জন, উত্তরাখণ্ডে ৭০ জন, উত্তর প্রদেশে ১,৪৯৭ জন এবং পশ্চিমবঙ্গে ১,৪৪৯ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.