২৪ ঘন্টায় মৃত্যু ৭০৮ জনের, ভারতে ১৪ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ

সংক্রমণ ও মৃত্যু থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না ভারতে(India)। প্রতিদিনই হু হু করে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বাড়তে বাড়তে সোমবার ভারতে ১৪ লক্ষ ছাড়িয়ে গেল করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে শেষ ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার সারা দিনে ভারতে বিভিন্ন রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯,৯৩১ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩২,৭৭১ জন এবং সংক্রমিত ১৪,৩৫,৪৫৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৯,১৭,৫৬৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩২,৭৭১ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১,০৪১ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৭৯ জন, বিহারে ২৪৪ জনের, চন্ডীগড়ে ১৩ জন, ছত্তিশগড়ে ৪৩ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৮২৭ জনের, গোয়া ৩৫ জন, গুজরাটে ২,৩২৬ জনের, হরিয়ানায় ৩৯২ জনের, হিমাচল প্রদেশে ১২ জনের, জম্মু-কাশ্মীরে ৩১২ জনের, ঝাড়খণ্ডে ৮৫ জনের, কর্ণাটকে ১,৮৭৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬১ জন, লাদাখে দু’জন, মধ্যপ্রদেশে ৮১১ জন, মহারাষ্ট্রে ১৩,৬৫৬ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৪ জন, ওডিশায় ১৪০ জনের, পুদুচেরিতে ৪০ জন, পঞ্জাবে ৩০৬ জন, রাজস্থানে ৬২১ জনের, তামিলনাড়ুতে ৩,৪৯৪ জন, তেলেঙ্গানায় ৪৬৩ জন, ত্রিপুরায় ১৩ জন, উত্তরাখণ্ডে ৬৩ জন, উত্তর প্রদেশে ১,৪২৬ জন এবং পশ্চিমবঙ্গে ১,৩৭২ জন প্রাণ হারিয়েছেন।ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মৃত্যু ও আক্রান্তের নিরিখে এখনও সর্বাগ্রে মহারাষ্ট্র। মহারাষ্ট্র ছাড়াও দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-এই সমস্ত রাজ্যগুলিতে করোনা-আক্রান্তের সংখ্যা সত্যই উদ্বেগজনক। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৭,৫৭,৯৯-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১৩,০৬,০৬, গুজরাটে ৫৫,৮২২, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৫৮,৭১৮, উত্তর প্রদেশে ৬৬,৯৮৮ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ২১৩,৭২৩।করোনা-সংক্রমণের সঙ্গে তালে-তাল মিলিয়ে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ২৬ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৬৮,০৬,৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৬ জুলাই ৫,১৫,৪৭২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.