পিএনবি দুর্নীতির পলাতক অভিযুক্ত হীরে ব্যাবসায়ি নীরব মোদী আর মেহুল চোকসির ১২ টি বিলাসবহুল গাড়ির নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্ত গাড়ি গুলোকে বৃহস্পতিবার সরকারী কোম্পানি এমএসটিসি এর মাধ্যমে নিলাম করা হয়। নিলাম হওয়া গাড়ি গুলোর মধ্যে ১০ টি নীরব মোদীর গ্রুপের, আর দুটি মেহুল চোকসি গ্রুপের ছিল। গাড়ি গুলোর মধ্যে রোলস রয়েস আর পোর্শে গাড়িও ছিল। গাড়ি গুলোকে বেঁচে ইডি ৩.২৯ কটি টাকা পেয়েছে। এই ই-অকশন এমএসটিসি ইডির হয়ে করেছিল। তবে নীরব মোদীর একটি টয়োটা গাড়ির কোন খরিদ্দার পায়নি ওই সংস্থা।
সরকারী কোম্পানি এমএসটিসি এর ওয়েবসাইটে অকশন এর জন্য রাখা শর্ত অনুযায়ী, নিলামে দাম তোলা ব্যাক্তিদের প্রথমে গাড়ির দামের ৫ শতাংশ টাকা এস্ক্রো অ্যাকাউন্টে জমা করতে হত। যেই গাড়ি গুলোকে নিলামের জন্য বাছা হয়েছিল, সেগুলোর প্রাথমিক দাম ৩ কোটি টাকা রাখা হয়েছিল, রোলস রয়েসের প্রাথমিক দাম ১.৩৩ কোটি আর হন্ডা ব্রিয়ো এর ২.৩৮ কোটি দাম রাখা হয়েছিল।