নদিয়া জেলা জাজেস কোর্টে বিভিন্ন পদে ৬৯ জনকে নিয়োগ করা হবে। ‘স্টেনোগ্রাফার গ্রেড-বি’, ‘লোয়ার ডিভিশন ক্লার্ক’, ‘প্রসেস সার্ভার’, ‘ফরাস’, ‘নাইট গার্ড’ ও ‘সুইপার’ পদে ৬৯ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্টহ্যান্ডে মিনিটে যথাক্রমে ৩০ ও ৮০টি শব্দ তোলার গতি থাকলে ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারেন। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপিউটার ট্রেনিংয়ের অন্তত ছ’মাসের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। সঙ্গে কমপিউটার চালনায় (কমপিউটার অপারেশন) যথার্থ টাইপি স্পিড থাকতে হবে। মূল মাইনে হবে ৭,১০০-৩৭,৬০০ টাকা।
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারেন। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপিউটার ট্রেনিংয়ের অন্তত ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। মূল মাইনে ৫,৪০০-২৫,২০০ টাকা। এছাড়াও প্রসেস সার্ভার, গ্রুপ ডি-সহ বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করুন ১২ মে’র মধ্যে।
আবেদন সম্পর্কে বিস্তারিত পড়ে নিন এবং আবেদন করুন নির্দিষ্ট ওয়েবসাইটে। তা হল-
www.districts.ecourts.gov.in/india/wb/nadia/recruit, www.nadiacourtrecruit.in, www.calcuttahighcourt.gov.in।