প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রেণির পরীক্ষার ফল। বুধবার সরাসরি সিবিএসই-র ওয়েবসাইট cbseresult.nic.in-তেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাশের হারে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। এ বছর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। তার চেয়ে মেয়েদের পাশের হার ৩.১৭ শতাংশ বেশি। তবে এ বারে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। সবমিলিয়ে মোট পাশের হার ৯১.৪৬ শতাংশ, পাশের হার বেড়েছে ০.৩৬ শতাংশ।
পাশের নিরিখে সর্বাগ্রে ত্রিবান্দ্রাম (তিরুঅনন্তপুরম), দ্বিতীয় চেন্নাই, তৃতীয় বেঙ্গালুরু, চতুর্থ পুণে, পঞ্চম আজমের, ষষ্ঠ পাঁচকুলা, সপ্তম ভুবনেশ্বর, অষ্টম ভোপাল, নবম চন্ডীগড়, দশম পাটনা, একাদশতম স্থানে দেহরাদুন, দ্বাদশতম স্থানে প্রয়াগরাজ, ত্রয়োদশতম স্থানে নয়ডা, এরপর দিল্লি পশ্চিম, দিল্লি পূর্ব এবং গুয়াহাটি।
এ বছর ১৮ লক্ষ ৭৩ হাজার ১৫ জন পড়ুয়া সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ১৭ লক্ষ ১৩ হাজার ১২১ জন পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তবে যাঁরা অকৃতকার্য হয়েছে, তাদের মনোবল যাতে ভেঙে না যায়, তার জন্য মার্কশিট থেকে ‘ফেল’ শব্দটি তুলে দেওয়া হয়েছে। তার জায়গায় লেখা হয়েছে ‘এসেনশিয়াল রিপিট’।