আজ চতুর্থ দফার ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের আসানসোলে বাবুল সুপ্রিয় সমর্থনে এক বিশাল জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি এই জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিশানা করেন। উনি মমতা ব্যানার্জীকে নিশানা করে বলেন, ‘ তৃণমূলের আজ এমন পরিস্থিতি হয়েছে যে, তাঁদের র্যালিতে ভিড় জুটছে না! তাই তাঁরা বিদেশ থেকে মানুষ এনে ভোটের প্রচার করাচ্ছে।”
এমনকি তিনি আজ আসানসোলের জনসভা থেকে প্রধানমন্ত্রী পদ নিয়ে মমতা ব্যানার্জীর উপর জোরদার হামলা করেন। প্রতিটি নির্বাচনী প্রচারে গিয়ে মমতা ব্যানার্জী এরাজ্যে ৪২ এ বিয়াল্লিশটি আসন জেতার কথা বলছেন। এমনকি তিনি ওই ৪২ টি আসন নিয়ে দিল্লি দখলের স্বপ্নও দেখছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জীর উপরে হামলা করে বলেন, ‘ দিদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। যদি নিলামে প্রধানমন্ত্রী পদ পাওয়া যেত, তাহলে দিদি আর কংগ্রেস যা লুটেছে, সেটা নিয়েই নিলামে যেত।” উনি বলেন, ‘সারদা, নারদা, রোজভ্যালি শুধু দুর্নীতিই না, গরীবদের সাথে করা সবথেকে বড় অপরাধ।” প্রধানমন্ত্রী বলেন, একজন মুখ্যমন্ত্রী যখন সবার সামনে গরিবদের লুঠ করা মানুষদের পক্ষে দাঁড়ায়, তখন বোঝাই যায় যে, উনি কার পক্ষে!