ধীরে ধীরে ভারত সীমান্ত থেকে পিছু হঠেছে পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army)। শেষ পর্যন্ত পাওয়া খবরে লাদাখের ফিঙ্গার ৪ এলাকা থেকে আরও কিছু সেনা সরিয়ে নিল চিন। প্যাংগং হ্রদ থেকে তাদের কিছু নৌকাও সরে গিয়েছে তাঁরা। তবে প্যাংগং এলাকায় এখনও চিনা সেনার আংশিক উপস্থিতি রয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে সরকারি সূত্রে জানানো হয়েছে, ফিঙ্গার ৪ এবং প্যাংগং থেকে চিন আরও একদফায় সেনাবাহিনী সরিয়েছে। কিন্তু সেনা সূত্রের খবর, সার্বিক ভাবে ফিঙ্গার-৪ চিনা সেনামুক্ত হয়ে গিয়েছে, এমনটাও বলা যাবে না। সেনাবাহিনীর এক পদস্থ কর্তা বলেছেন, ‘‘ফিঙ্গার ৪-এর সংলগ্ন শৈলশিরায় এখনও চিনা সেনাবাহিনী মজুত। চিনা কাঠামো, তাঁবু, ছাউনি রয়েছে।’’
ভারতীয় সেনাবাহিনী (Indian Army) চায়, চিন ফিঙ্গার ৮-এ তার ছাউনিতে ফিরে যাক। সিরিজাপ ১ ও ২-এ তাদের পাকা ঘাঁটিতে চলে যাক। কিন্তু চিনের পিপলস নিবারেশন আর্মি ফিঙ্গার-২ পর্যন্ত দখলে রাখতে চায়। ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত এলাকায় তারা পরিকাঠামো গড়ে তুলেছে। ফিঙ্গার ২ ও ৩-এর মধ্যে ভারতের ছাউনি রয়েছে। ফিঙ্গার ৩ ও ৪-এর মধ্যে রয়েছে প্রশাসনিক ঘাঁটি। ফিঙ্গার ৪ বরাবর ভারতের নিয়ন্ত্রণে। এখন ভারতীয় সেনা ফিঙ্গার ৫-এর দিকে যেতে গেলে বাধা পাচ্ছে। এক সেনা কর্তার কথায়, “গালওয়ান উপত্যকায় পিপি ১৪, পিপি ১৫, পিপি ১৭ এবং পিপি ১৭এ পর্যন্ত ভারতীয় সেনার টহলদারি শুরু করার মতো অবস্থায় পৌঁছতে আরও কিছু সময় লাগবে।”