গত সপ্তাহেই বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল। তারপরেই জল্পনা শুরু হয়েছিল, বিজেপিতে যোগ দিতে পারেন বলিউডের এই অ্যাকশন হিরো। শেষ পর্যন্ত বাবা ধর্মেন্দ্র ও সৎ মা হেমা মালিনীর পথই অনুসরণ করলেন তিনি। যোগ দিলেন বিজেপিতে। পঞ্জাবের গুরদাসপুরে বিজেপি প্রার্থী হিসেবে সানি দেওলের নাম ঘোষণা করতে পারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।
মঙ্গলবার বিজেপি দফতরে গিয়ে যোগ দেন সানি দেওল। তারপরে নিজের বক্তব্যে তিনি বলেন, “আমার বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আমিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছি। আমি চাই সামনের পাঁচ বছর মোদীই প্রধানমন্ত্রী থাকুন।” বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, “সানি দেওল বর্ডার ছবি করেছিলেন। এটা দেখেই বোঝা যায়, সাধারণ মানুষ ও দেশের প্রতি তাঁর ভালোবাসা। তাঁর দেশভক্তির পরিচয় গোটা দেশের মানুষ পেয়েছেন। তাঁকে আমরা দলে স্বাগত জানাচ্ছি।” কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, “যখন হৃদয় থেকে অভিনয় করা হয়, তখন তাকে আর অভিনয় বলে মনে হয় না।”
সানি দেওলের শেষ ছবি ‘মহল্লা আসসি’র শ্যুটিং হয়েছিল নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে। এই ছবিতে একজন করসেবকের ( যাঁরা রামমন্দিরের দাবিতে বাবরি মসজিদ ভাঙতে গিয়েছিলেন ) ভূমিকায় অভিনয় করেছিলেন সানি। গত সপ্তাহে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর অবশ্য সানি বলেছিলেন, “আমার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অনেক গুজব শোনা যাচ্ছে। আমি এমনিই ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। একটা ছবি তুললাম। এই যা।”
পঞ্জাবে শিরোমণি আকালি দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে বিজেপি। ১৩টা আসনের মধ্যে অমৃতসর, গুরদাসপুর ও হোসিয়ারপুরে প্রার্থী দেওয়ার কথা বিজেপির। গুরদাসপুর আসনের সাংসদ ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা বিনোদ খান্না। ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর শোনা যাচ্ছিল, এ বার ওই আসনে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্না কিংবা ছেলে অক্ষয় খান্না প্রার্থী হতে পারেন। কিন্তু তাঁদের জায়গায় ওই আসনে প্রার্থী হতে চলেছেন আরেক বলিউড অভিনেতা সানি দেওল।
সানি অবশ্য তাঁর পরিবারের তৃতীয় ব্যক্তি যিনি রাজনীতিতে যোগ দিলেন। ২০০৪ সালে রাজস্থানের বিকানেরে বিজেপি প্রার্থী হয়ে জিতেছিলেন ধর্মেন্দ্র। হেমা মালিনী তো মথুরার বিদায়ী সাংসদ। এ বারেও তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী।