ফের তৃণমূলে বড়সড় ঝটকা দিলো তৃণমূলের প্রাক্তন দোর্দণ্ড প্রতাপ বিধায়ক অর্জুন সিংহ। দুদিন আগে তৃণমূলের উপ-পুর প্রধান সহ পাঁচ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলের এই পাঁচ কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়াতে পুর বোর্ড না ভাঙলেও লোকসভা ভোটের আগে বড়সড় ঝটকা খেয়েছে তৃণমূল। শুধু এই পাঁচ কাউন্সিলরই না, সেদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন দলের ১০০০ এর উপরে সক্রিয় কর্মী।
আর আজ তৃণমূলে আবারও বড়সড় ভাঙন ধড়িয়ে তৃণমূল বিধায়ক সুনীল সিং এর পুত্র আদিত্য নাথ সিং বিজেপিতে যোগ দেন। নোয়াপাড়ার তৃণমূল বিধায়কের পুত্র আদিত্য নাথ সিং গারুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও। আর আজকে আদিত্যর হাত ধরে তৃণমূল ছেড়ে ২০০০ কর্মী সমর্থক নাম লেখান বিজেপিতে।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আদিত্য নাথ বলেন, ‘ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যেমন ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে মানুষকে ভোট দেওয়া থেকে বাঁধা দিয়েছিল, এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজ্যের বিভিন্ন যায়গায় বিরোধী দলের মহিলা কর্মীদের শ্লীলতাহানি এবং ১০০ এর উপরে খুন হয়েছিল। সেই কারণে আমি চরম ব্যাথিত হয়েছিলাম। আর তখনই আমি এই দল ছাড়ার সিদ্ধান্ত নিই, আমি আমার নেতা শ্রী অর্জুন সিং এর হাতে ধরে আজকে বিজেপিতে যোগ দিলাম। আসন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুন সিংকে জেতানর জন্য আমি এবং আমার ২০০০ অনুগামী সর্বস্য দেবো।”