কোনও মতেই রোখা যায়নি করোনাকে(corona)। দেশে সমস্ত অতীত রেকর্ড ভেঙে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবারেও রেকর্ড হারে সংক্রমণ দেশে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত ১৯ হাজার ৯০৬ জন। মৃত্যু হয়েছে ৪১০ জনের।
নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৮ হাজারের থেকেও কিছুটা বেশি। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৯ হাজার মানুষ। অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৩ হাজার। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৫ জনের।
এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গ্রুপ অফ মিনিস্টারদের (জিওএম) বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশের আটটি রাজ্যেই মোট করোনা আক্রান্তের ৮৫ শতাংশ রয়েছে।
শুধু তাই নয়, দেশে করোনায় যত মৃত্যু হয়েছে, তার ৮৭ শতাংশও রয়েছে এই ৮টি রাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, তেলেঙ্গানা, গুজরাত, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ রয়েছে এই আটটি রাজ্যের তালিকায়।
এদিনের বৈঠকে জিওএম জানায়, কেন্দ্র থেকে ১৫টি টিম তৈরি করা হয়েছে। এই দলে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন ক্ষেত্রের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এঁরা বিভিন্ন তথ্য সরবরাহ করে রাজ্যগুলিকে সহায়তা করবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে করোনা রুখতে নতুন রাস্তায় হাঁটছে কর্ণাটক সরকার। ৫ জুলাইয়ের পর থেকে প্রত্যেক রবিবার কর্ণাটকে জারি থাকবে লকডাউন। করোনা নিয়ে বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
একইসঙ্গে সোমবার থেকে নাইট কার্ফুর ক্ষেত্রেও বদল আনছে সরকার। আগে যেখানে রাত ৯ টা থেকে কার্ফু চালু হত, তা এখন থেকে চালু হবে রাত ৮ টা থেকে। তবে সকালে নাইট কার্ফু শেষের সময় একই রাখা হয়েছে।