সাল ১৯৭৫, ২৫ জুন। ইন্দিরা গান্ধী (Indira Gandhi) প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। লক্ষাধিক মানুষ জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন। গণতন্ত্র কায়েম করতে আন্দোলনে সামিল হয়েছিলেন নবীনরাও। আর এরই জেরে দু’বছর পর উঠে যায় জরুরী অবস্থা। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার জন্য যাঁরা সংগ্রাম করেছিলেন তাঁদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর বার্তা, জরুরি অবস্থার সময় গণতন্ত্ররক্ষাকারীদের দেশ কখনই ভুলবে না।
জরুরি অবস্থা জারির ৪৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘ঠিক ৪৫ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। গণতন্ত্রকে রক্ষার জন্য সেই সময় যাঁরা সংগ্রাম করেছিলেন, নির্যাতন সহ্য করতে হয়েছিল যাঁদের, তাঁদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। তাঁদের ত্যাগ ও বলিদান দেশবাসী কখনই ভুলবে না।’