দক্ষিণ মুম্বইয়ের নরিমান পয়েন্টে বাহরাইন এন্ড কুয়েত (বিবিকে) ব্যাঙ্কের দফতরে অগ্নিকাণ্ড, বৃহস্পতিবার সকালে বিবিকে ব্যাঙ্কের (BBK Bank) দফতরে ভয়াবহ আগুন লাগে। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। বৃহস্পতিবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ ১৫-তলা জলি মার্কেট চেম্বার ২ বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত বিবিকে ব্যাঙ্কের দফতর ও সার্ভার রুমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই বৈদ্যুতিক সরঞ্জাম, অফিসের ফার্নিচার, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, ফলস সিলিং ও ইউপিএস ব্যাটারিতে আগুন লাগে।
সকাল ৫.২১ মিনিট অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ন’টি ইঞ্জিন। আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন লাগার সময় ভিতরে কেউ ছিলেন না, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।