আজ সকাল সাড়ে দশটা নাগাদ নরেন্দ্র মোদী সভা করতে আসছেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। কিন্তু তার বক্তব্য শোনার জন্য ভোর চারটে থেকেই কাতারে কাতারে মানুষ হাজির হয়েছেন। জানা গেছে সকাল সাতটার মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়ে গেছে সেখানে।
বুনিয়াদপুরের নারায়ণপুর মাঠে আজ সকাল সাড়ে দশটা নাগাদ জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী। সেই সভা ঘিরে মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে চূড়ান্ত। তারা মোদীর বক্তব্য শোনার জন্য গভীর রাত থেকেই মাঠ মুখো হতে শুরু করেছেন। ভোর চারটা থেকেই মাঠে কাতারে কাতারে লোক আসতে শুরু করেছে। সকাল সাতটার মধ্যেই মাঠে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। তাদের বক্তব্য, তারা কাছ থেকে নরেন্দ্র মোদীকে দেখবেন এবং তার বক্তব্য শুনবেন। সভায় যোগদানকারী সাধারণ মানুষ জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সেখানে ছাপ্পা ভোট হয়েছিল। আর যে উন্নয়নের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যা, সেই উন্নয়ন তাদের জেলায় সেই ভাবে দেখা যায়নি।
উল্লেখ্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে সভা করেছেন। এর আগে গত ১৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের আরেকটি সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভার পরে আজ নরেন্দ্র মোদীর সভা। এই সভা ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে যেমন উৎসাহ রয়েছে, সাধারণ মানুষের মধ্যেও তেমনি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী।