শুক্রবার সকালে বেপরোয়া ভাঙচুর হল বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বাড়িতে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ব্যান্ডেলের লিচুবাগানে তাঁর অস্থায়ী আস্তানার সমস্ত আসবাব। লকেটের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই টার্গেট করা হচ্ছিল তাঁকে। তৃণমূলের ঝান্ডা নিয়ে বাড়ির সামনে ঘোরা ফেরা করছিল তৃণমূলের লোকজন। আজ সুযোগ বুঝে এ দিন তাঁরাই ভাঙচুর চালায় তাঁর বাড়িতে।
লকেট জানিয়েছেন, আজ সকালে প্রচারে বেরিয়েছিলেন তিনি। হুগলি মোড় থেকে বেশ অনেকটা রাস্তায় মিছিল করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়াযী তিনি দুপুরে ধনেখালিতেও গেছেন। মাঝের কিছুটা সময় বিশ্রামের জন্য বাড়িতে আসতেই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী হইহই করে তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে।
লকেটের অভিযোগ, তাঁকে রুখতেই এই হামলা। তিনি বলেন, “যেখানে যাচ্ছি সেখানেই প্রচারে বিপুল সাড়া দিচ্ছেন মানুষ। আমাকে ভালবেসে কাছে টেনে নিচ্ছেন। তৃণমূলের ঘুম ছুটে গেছে। তাই নির্লজ্জভাবে একজন মহিলার শোওয়ার ঘর পর্যন্ত পৌঁছে গিয়ে এমন ভাঙচুর চালিয়েছে।”
তবে তৃণমূলের অভিযোগ, যে সব জায়গায় আজ সকালে তাঁর প্রচারে যাওয়ার কথা ছিল সে সব জায়গায় না গিয়ে বাড়ি ফিরে আসাতেই বিজেপির কর্মীরাই নেত্রীর বাড়িতে হামলা করে। কারণ হামলাকারীদের হাতে বিজেপির পতাকা ছিল। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, দলের নিজেদের দলের দ্বন্দ্ব ঢাকতেই এখন তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে। লকেট চ্যাটার্জির খবর রাখার দরকার নেই তৃণমূলের। তারা মানুষের খবর রাখে। তবে লকেটের বক্তব্য, নিজেদের পরিচয় আড়াল করতেই তাঁদের দলের পতাকা নিয়ে তাঁর বাড়িতে হামলা করেছে তৃণমূল।
বিজেপির জেলা সভাপতি সুবীর নাগ বলেন, “লকেটের বাড়ির সামনে আমাদের দলের অনেক লোকজন ছিলেন। তাঁদের ভিড়ে মিশে গিয়েই আমাদের প্রার্থীর বাড়িতে হামলা করেছে তৃণমূল। এখন গোষ্ঠীদ্বন্দ্বের গল্প শোনাচ্ছে।”