৫০ হাজার কোটি টাকার ‘গরিব কল্যাণ রোজগার যোজনা’ শুরু করলেন প্রধানমন্ত্রী

 ‘গরিব কল্যাণ রোজগার যোজনা’-র সূচনা করলেন প্রধানমন্ত্রী। শনিবার ৫০ হাজার কোটি টাকার এই প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিহারের খাগাড়িয়া জেলার পঞ্চায়েত ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই শ্রমিক প্রকল্পের সূচনা করেন তিনি। প্রকল্প শুরুর পর প্রধানমন্ত্রী বলেন, “এবার থেকে আপনারা আপনাদের ঘরের কাছেই কাজের সুযোগ পাবেন। গ্রামের উন্নয়নের অংশীদার হয়ে উঠবেন, প্রতিবেশীদের পাশে দাঁড়াতে পারবেন।” তিনি আরও বলেন, “শ্রমিক বন্ধুদের আবেগ এবং চাহিদার কথা বুঝেই কেন্দ্র সরকার এই প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে।”

দিন দুয়েক আগেই ‘গরিব কল্যাণ রোজগার যোজনা’র বিষয়ে বিস্তারিত সাংবাদিক বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই প্রকল্পে রয়েছে ৬টি রাজ্যের ১১৬টি জেলা। তার মধ্যে নেই পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যে জেলায় ২৫ হাজার বা তার বেশি শ্রমিক বাইরে থেকে এসেছেন, সেই জেলাকেই এই প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে সমস্ত রাজ্যের থেকে পরিসংখ্যান চাওয়া হয়েছিল। কিন্তু বাংলা কোনও আগ্রহ দেখায়নি। তাই পশ্চিমবঙ্গের শ্রমিকদের এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়নি।

যেহেতু বিহার থেকেই প্রকল্পের সূচনা করা হল। তাই রাজনৈতিক মহলে গুঞ্জন, আগামী অক্টোবর মাসেই বিহার বিধানসভা নির্বাচন। সেই ভোটের কথা মাথায় রেখেই এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি (BJP)। নিতিশ কুমারের জেডি (ইউ), রামবিলাস পাসওয়ানের এলজেপি-কে নিয়ে বিহারের ভোটে লড়বে বিজেপি। এ রাজ্যে তাদের প্রতিপক্ষ কংগ্রেস-আরজেডি জোট সেই ভোটের প্রস্তুতি হিসেবেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বিহার থেকে শুরু করার কৌশল নিয়েছে। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই নতুন এই ‘গরিব কল্যাণ রোজগার যোজনা’ (Garib Kalyan Rojgar Yojna)শুরু করেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্স এর বৈঠকের দিন সে কথা জানিয়ে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.