করোনার থাবা গোটা বিশ্বজুড়ে। আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের। কম্পনের মাত্রা এতটাই ছিল যে রীতিমত দুলে ওঠে সবকিছু। সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। শুরু হয় ছোটাছুটি। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে না।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার হঠাত করেই ভয়ঙ্কর কম্পন হয় নিউ জিল্যান্ডের নর্থ-ইস্ট রিজেয়নে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪ বলে জানা যাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩০০ কিলোমিটার নীচে এর উৎসস্থল বলে জানা যাচ্ছে।
কারমাডেক আইল্যান্ড এলাকাই ভয়ঙ্কর এই কম্পনের উৎস বলে জানাচ্ছে স্থানীয় আবহাওয়া দফতর।
ভয়ঙ্কর এই কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি করেছে সেখানকার আবহাওয়াবিদরা। এছাড়াও একাধিকবার আফটার শকেরও কথা বলা হয়েছে।
তবে সুনামি নিয়ে বেশ চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় প্রশাসনের। যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষজনকে সরানো হচ্ছে।