কোলকাতা হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ ভোটকর্মীদের দায়িত্ব নির্ধারনে তাদের শিক্ষাগত যোগ্যতার দিকে নজর দিতে বলেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পিটিশনের ভিত্তিতে বিচারপতি দেবাংশু বসাক এই নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য কয়েকটি বিশ্ববিদ্যালয় – কলেজের অধ্যাপকরা এই অভিযোগ করে পিটিশন করেন যে, তাদের নিজেদের প্রতিস্ঠানের গ্রুপ-ডি কর্মী প্রিসাইন্ডিং অফিসারের অধীনে তাঁদেরকে ফাস্ট পোলিং অফিসারের দায়ীত্ব দেওয়া হচ্ছে। অধ্যাপকদের মধ্যে কাজী নজরুল ইসলাম ও সিধু কানহু বিরষা বিশ্ববিদ্যলয়ের পাশাপশি রানীগঞ্জের টিবি কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যরা আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.