আজ, বৃহস্পতিবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। গোটা দেশের একাধিক রাজ্যের মতো বাংলাতেও ভোট আজ। আজ উত্তরবঙ্গের তিনটি আসন– দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ার ও কোচবিহারে গড়ে মোট ৮৩ শতাংশ ভোট পড়েছিল। এমনিতেই, প্রতি বারই বাংলায় ভোটের হার বেশি থাকে। অন্যান্য রাজ্যের তুলনায় বেশি মানুষ ভোট দেন এ রাজ্যে। প্রথম দফার নির্বাচনেও তার অন্যথা হয়নি।
এই লোকসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে কমিশন অতিরিক্ত কড়া কিছু ব্যবস্থা নিয়েছে। ভোট ঘোষণার দিন থেকেই বিশেষ বিশেষ রাজ্যের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল কমিশন। নাম না করেও সেই রাজ্যগুলির মধ্যে ইঙ্গিত ছিল বাংলার দিকে। আক ভোট শুরু হতেই দেখা গেল, বাংলা রয়েছে অতিরিক্ত নিরাপত্তার দাবিদার রাজ্যগুলির মধ্যে।
প্রথম দফার ভোটে যেমন কোচবিহারে নিজে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আজও তাঁর রায়গঞ্জে থাকার কথা। আবার দ্বিতীয় দফার আগে স্পেশ্যাল অবজার্ভার নিয়োগ করল কমিশন।
প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর এসেছিল নানা জায়গা থেকে। অভিযোগ উঠেছিল সীমান্ত নিরাপত্তা রক্ষীদের দিকে। বশ কিছু বিথে নির্বাচনের দাবি জানায় বিজেপি। মুকুল রায়রা রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের ঘরের মেঝেতে ধর্নায় বসে পড়েন। এ নিয়ে বহু তোলপাড় হয়ে যায় রাজ্য-রাজনীতিতে।
দ্বিতীয় দফা ভোটের আগে কমিশন আরও ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনিয়েছে, যাতে নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে।