গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৩৮৯জন, সুস্থ হয়েছেন ৫১৮ জন

করোনা আবহে স্বস্তি দিচ্ছে সুস্থের সংখ্যা। পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ছাড়ালো পাঁচ হাজার। এইপ্রথম বঙ্গে একদিন সুস্থ হলেন ৫১৮ জন। যা এই পর্যন্ত সর্বাধিক। ফলে রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৩৮৯জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে রাজ্যে ১২জনের। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৫২। রবিবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,০৮৭জন। রাজ্যে মোট করোনা  মুক্ত হয়েছেন ৫০৬০জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭৫জনের। গত ২৪ ঘণ্টায় ৪৫.৬৩ শতাংশ সুস্থ হয়েছ। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ১৫৮টি নতুন কেস। এ পর্যন্ত  কলকাতা থেকে পাওয়া গেছে মোট ৩৬৭২টি কেস। গত ২৪ ঘণ্টায় ৩১জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১৪১২জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৬জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ২৯৩জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা  আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৯৬৭জন। বাকি মৃতদের মধ্যে একজন নদিয়া, একজন পশ্চিম মেদিনীপুর, একজন হাওড়া, একজন দক্ষিণ ২৪ পরগনা, একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৯হাজার ২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৩৩হাজার ৭৩৩টি। এখন রাজ্যে ৪৫টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ১৪হাজার ২৬০জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ৮১হাজার ৯৩০জন। এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ১লাখ ৫৭হাজার ৯২৩জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ১লাখ ১৯হাজার ৬২৭জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ১০ হাজার ৩১৮ টি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ৯৪হাজার ৫১৯জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৯৬৫জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.