এরাজ্যে ভোট করাতে গিয়ে পোলিং অফিসাররা কতটা চাপের মধ্যে থাকেন তা আরও একবার প্রমাণ হয়ে গেল। গ্রামবাসীদের কেন্দ্রীয় বাহিনীর জন্য দাবি এবং পুলিশের ভোট না করালে ‘চাকরি খেয়ে নেওয়ার’ হুমকির মানসিক চাপে বুথের বাইরেই জ্ঞান হারালেন এক পোলিং অফিসার।
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচনে রায়গঞ্জ লোকসভার অধীনে আব্দুল ঘাটা এপিএস বুথে ভোট কর্মীরা পৌঁছলে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখায়। তারা জানায় যে গত পঞ্চায়েত নির্বাচনে সেই বুথে অবাধে ছাপ্পা এবং বুথ দখল চলেছিল। ফলে তারা কোনওমতেই রাজ্য পুলিশের অধীনে ভোট প্রক্রিয়া শুরু করতে দেবেন না। এরপর পোলিং অফিসার সেক্টর অফিসে রিপোর্ট করলে তারা এসে পোলিং অফিসারদের উপর বাহিনী ছাড়াই ভোট করাতে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। এই দোটানায় পড়ে পোলিং পার্টির প্রিজাইডিং অফিসার জ্ঞান হারান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়। এই অবস্থায় অন্যান্য পোলিং অফিসাররা আতঙ্কে রয়েছেন। রাজ্য পুলিশের পক্ষ থেকে পোলিং পার্টিকে বুথে প্রবেশ করে কাজ শুরু করার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।