করোনা পরিস্থিতির ভয়াবহতা শুধু বাড়ছে, বৃহস্পতিবার ৯৯৯৬ সংক্রমণ বেড়েছে তবে তাঁর অন্যতম কারণ বেড়েছে করোনা পরীক্ষা। মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ ৫১ হাজার ৮০৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে, এমন তথ্যই দিয়েছে আইসিএমআর।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সূত্রের খবর, ১১ জুন অবধি ৫২ লাখ ১৩ হাজার ১৪০ স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
শেষ ২৪ ঘন্টার হিসেব অনুযায়ী বৃহস্পতিবার জানা গিয়েছে, একদিনে ৯৯৯৬ নতুন করোনা সংক্রমিত হয়েছে এবং ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট সংক্রমিত ২ লাখ ৮৬ হাজার ৫৭৯ জন।
বর্তমানে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ সক্রিয় ঘটনা আছে এবং ইতিমধ্যেই ১ লাখ ৪১ হাজার ২৯ জন সুস্থ হয়েছেন। এখনও অবধি মোট মৃত্যু ৮১০২।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭৫ জন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্প্রতি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ার পিছনে একটা বড় কারণ হল, দৈনিক করোনা টেস্টের সংখ্যা বহুগুণে বৃদ্ধি।
মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৩ হাজার ৪৩৮। সংক্রমণ ছড়িয়ে পড়ার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেরাজ্যে এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৮৪১।