নির্বাচনের আবহে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ির ছবি দেখতেই বেশি অভ্যস্ত সাধারণ মানুষ৷ তবে এবার একটু অন্য ছবি দেখা গেল তামিলনাড়ুতে৷ সৌজন্যে রাজনীতির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল৷

আহত হয়ে হাসপাতালে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর৷ তাঁকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ হাত মিলিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন প্রতিরক্ষামন্ত্রী৷ নির্মলা সীতারমণে এই সাক্ষাতের পর ট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি শশী থারুরও৷ মঙ্গলবার হাসপাতালে যান সীতারমণ৷

সোমবারই কেরলের তিরুঅনন্তপুরমের মন্দিরে পুজোয় অংশ নিয়েছিলেন৷ চলছিল তুলাভরনম নামের একটি অনুষ্ঠান৷ যেখানে আচমকাই ঘটে বিপত্তি৷ দড়ি ছিঁড়ে পড়ে যান এই কংগ্রেস নেতা৷ যথেষ্ট আহত হন তিনি৷ মাথায় চোট লাগে তাঁর৷ ছটা সেলাই করতে হয়৷

তুলাভরনম চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে৷ এই অনুষ্ঠানে একটি বিশাল বড় দাঁড়িপাল্লার একদিকে ফল ও মিষ্টি রাখা হয়৷ অন্যদিকে বসেন কোনও ব্যক্তি৷ তার ওজনের সমান ফল ও মিষ্টি দেবতাকে অর্পণ করা হয়৷ শশী থারুরও সেই আচারে যোগ দিয়েছিলেন৷ আচমকাই দাঁড়িপাল্লার শিকল ছিঁড়ে তাঁর মাথায় পড়ে৷ সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়৷ তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

দুর্ঘটনার ছবি তোলেন শশী থারুরেরই এক সহকারি৷ পরে সেই ছবি ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে৷ ছবিতে শশী থারুরকে একটি হলুদ পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে৷ মাথায় ব্যাণ্ডেজ৷ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সময় বেকায়দায় অতিরিক্ত চাপ পড়ে পাল্লার ওপর৷ তারপরেই শিকল ছিঁড়ে তাঁর মাথায় পড়ে৷ তাঁর পায়েও লাগে বলে খবর৷

নির্বাচনী প্রচার শুরু করার আগে মন্দিরে গিয়েছিলেন তিনি৷ পরে অবশ্য প্রচার বন্ধ রাখতে হয়৷ মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন পরিবারের বেশ কয়েকজন, কংগ্রেস নেতারা ও স্থানীয় বিধায়ক ভি এস শিবকুমার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.